IDB-BISEW বিগত ছয় বছর যাবত ভোকেশনাল স্কলারশিপ এর অধীনে বিভিন্ন
ট্রেডে ছয় মাস (৬) মেয়াদী কারিগরী শিক্ষা প্রদান করে আসছে। আর্থিক কারণে পড়াশোনা বন্ধ হয়ে
যাওয়া দরিদ্র মুসলিম যুব সমাজকে দক্ষ ও পেশাদার পর্যায়ে উন্নীত করাই এই প্রোগাম এর একমাত্র
লক্ষ্য ও উদ্দেশ্য। বর্তমানে রাউন্ড-১ থেকে রাউন্ড-১৪ পর্যন্ত ৬৭০ জন এই স্কলারশিপ এর আওতায়
ট্রেনিং সম্পন্ন করে দেশ ও দেশের বাহিরে ১৪০টিরও বেশী প্রতিষ্ঠানে কর্মরত আছে।
স্কলারশিপের সুবিধাসমূহ:
- ছয় মাস মেয়দী (৭২০ ঘন্টা) প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কারিগরী শিক্ষায় শিক্ষিত
হওয়ার
সুযোগ
- থাকা খাওায়া সহ সম্পূর্ণ ফ্রি ট্রেনিং
- প্রশিক্ষণ চলাকালিন মাসিক ৫০০ টাকা হাত খরচ
- চাকরি উপযোগী সিলেবাস এবং অভিজ্ঞ প্রশিক্ষক এর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান
- চাকুরি পাওয়ার ক্ষেত্রে সর্বত্নক সহযোগীতা
ট্রেড কোর্স সমূহ:
- ইলেক্ট্রিক্যাল ওয়াকর্স
- ইলেক্ট্রনিক্স
- পরেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং
- ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন
- মেশিনিস্ট